চার কেজি কাচা লাউ ভক্ষণ করলো! বৃদ্ধা আফছার সরদার
৭৮ বছরের এক বৃদ্ধা ৪ কেজি ওজনের একটি কাচা লাউ খেয়ে উপস্থিত সবাইকে হতবাক করে দিয়েছে। কিন্তু কথা মত বাজীর টাকা তাকে পরিশোধ না করায় হতাশ হয়েছে ওই বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের পার কুখরালী গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পার কুখরালী ঈদগাহ মোড়ের একটি চায়ের দোকানে গত ৫ নভেম্বর সোমবার সকাল ৭টার দিকে একই গ্রামের মৃত বাবুরালী সরদারের ছেলে জামাল সরদার তার মৎস্য ঘেরে লাগানো গাছ থেকে কয়েকটি লাউ তুলে বিক্রির জন্য ঐ দোকানে রাখে। বিভিন্ন কথাবার্তার এক পর্যায়ে সেখানে উপস্থিত একই গ্রামের মৃত মোকছেদ সরদারের বৃদ্ধা ছেলে আফছার সরদার ৪ কেজি ওজনের একটি লাই কাচা খেতে পারে বলে জানায়। উপস্থিত লোকজন তার কথা শুনে রিতীমত হতবাক বনে যায়। তখন লাউ এর মালিক বলে ঐ লাউ খেতে পারলে তার কাছে থাকা আরো ৪টি লাউ দিয়ে দেব। এসময় তিনি ঐ কাচা লাউটি লবণ মাখিয়ে খাওয়া শুরু করে। মাত্র ২৮ মিনি এর মধ্যে তিনি খাওয়া শেষে করেন। কিন্তু বৃদ্ধা আফছার তার প্রতিশ্রুতির পুরস্কার পেলেন না। এ নিয়ে এলাকাবসীর মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। একই সাথে লোকজন বলাবালি করতে থাকে প্রতিশুতি কারীদের কাছে টাকাটাই বড় হলো।