সংলাপে এরশাদের ৮ দফা প্রস্তাবনা
একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংলাপ করেছেন। এ সময় আট দফা প্রস্তাবনা তুলে ধরেন সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান।
গণভবনে সোমবার রাতে অনুষ্ঠিত হওয়া সংলাপে এসব প্রস্তাবনা তিনি তুলে ধরেন। সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে এ সংলাপ শুরু হয়। শেষ হয় রাত ৯টা ৫ মিনিটে। সংলাপের শুরুতে এরশাদ ও রওশন এরশাদ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় এরশাদ বলেন, যে অর্থে অন্য দুটি জোট আপনার সঙ্গে সংলাপে বসেছে আমি সেই অর্থে সংলাপ করতে আসিনি। এসেছি আপনাদের সাথে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছু খোলামেলা আলোচনা করতে।
তিনি বলেন, একটি অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমিও কিছু প্রস্তাব আপনার কাছে তুলে ধরবো। এরশাদের আট দফা প্রস্তাবনাগুলো হলো-
১.নির্বাচন হতে হবে অবশ্যই সংবিধানের আওতায়।
২. একটি দলীয় বা জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের অধীনে যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে তার প্রতিশ্রুতি চাই এবং বাস্তবে তার প্রতিফলন হবে।
৩. নির্বাচনকালীন সময়ের জন্য বর্তমান সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব করছি।
৪. নির্বাচনের সময় সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করার প্রস্তাব করছি। তবে তাদের হাতে বিচারিক ক্ষমতা থাকবে না।
৫. নির্বাচনে মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া সহজ করার জন্য নির্বাচন কমিশনের কাছে সরকারের পক্ষ থেকে প্রস্তাব রাখার প্রস্তাবও করছি।
৬. নির্বাচনে ইভিএম ব্যবহারের ব্যাপারে জনমনে একটা দ্বিধা-সন্দেহ সৃষ্টি হয়েছে। তাই এবার ইভিএম ব্যবহার না করাই ভালো হবে।
৭. একটি সংস্কার কর্মসূচির প্রস্তাব আছে। সেটা হচ্ছে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন।
৮. আপনি সব দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তা দেবার পর কে নির্বাচনে আসবে বা কে আসবে না, তা দেখার কোনো অবকাশ নেই।
এ সময় সাবেক এ রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবারো ছোট পরিসরে সংলাপে আশা প্রকাশ করেন।