আশাশুনি প্রেসক্লাবে নবাগত ইউএনও’র মতবিনিময়
আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা আশাশুনি প্রেসক্লাবে মতবিনিময় সভা করেছেন। সোমবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম। প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক প্রভাষক মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় উপদেষ্টা এ কে এম এমদাদুল হক, উপদেষ্টা অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সহ-সভাপতি আঃ আলিম, সাধারণ সম্পাদক জি এম আল-ফারুক, সাবেক সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক সমীর রায়, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক, আমাদের আগেই সকল খবর সাংবাদিকদের কাছে পৌছে যায়। অনেক অজানা তথ্য তাদের মাধ্যমে প্রকাশ পায়। গঠনমূলক ও পজেটিভ ভাবে সংবাদ প্রচারের মাধ্যমে এলাকা ও সমাজের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তিনি যে কোন সমস্যা ও অনিয়ম-দুর্নীতির খবর জানার সাথে সাথে তার সাথে শেয়ার করলে তিনি তাৎক্ষণিক ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস প্রদান করে বলেন, সম্মিলিত ভাবে এবং সরকারী নিয়মনীতি-আইনের সফল ব্যবহারের মাধ্যমে সব কিছু সমাধানের চেষ্টা করা হবে। তিনি আশাশুনির সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাথে সাথে প্রেসক্লাবের উন্নয়ন, উপযুক্ত বসার পরিবেশ সৃষ্টি সহ সাংবাদিকদের সকল সমস্যা ও প্রয়োজনে সাংবাদিকদের পাশে থাকবেন বলে জানান।