পারুলিয়া মহাশ্মশানে ৩১তম কালীমাতা পূজা

“যা দেবী সর্ব্বভূতেষু মাতৃরূপেন সংস্থিত নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নম নমাহ” মন্ত্র উচ্চারণ আর শঙ্খ ও উলুরধ্বনীর মধ্যে দিয়ে দেবহাটার পারুলিয়া মহাশ্মশান মাতৃ মন্দিরে ৩১তম বার্ষিক সার্বজনীন শ্রী শ্রী কালীমাতা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠান সূচি সূত্রে জানা যায়, পারুলিয়া মহাশ্মশান মন্দির কমপ্লেক্স কমিটির আয়োজনে ৬ নভেম্বর ২০১৮ মঙ্গলবার রাত ১২ ঘটিকা হতে রাত ব্যাপী শ্রী শ্রী শ্যামা কালীমাতা পূজা ও প্রসাদ বিতরণ। ৭ নভেম্বর বুধবার ধর্ম সভা ও ভক্তি মূলক গান। ৮ নভেম্বর বৃহস্পতিবার কীর্ত্তন গান। ৯ নভেম্বর শুক্রবার কীর্ত্তন গান। ১০ নভেম্বর শনিবার বাউল গান ও ভক্তি মূলক গান। ১১ নভেম্বর বরিবার কবি গান। ১২ নভেম্বর সোমবার ধর্মীয় লীলা কীর্ত্তন- মায়ের পায়ে রক্তজবা অনুষ্ঠিত হবে। এই ৭ দিন ব্যাপী মঙ্গল যজ্ঞে আপনারা সবান্ধবে আমন্ত্রিত।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)