আশাশুনিতে বডিচেঞ্জে পরীক্ষার দায়ে বহিস্কার ও জরিমানা
আশাশুনি উপজেলার বড়দল কেন্দ্রে জেএসসি পরীক্ষায় বডি চেঞ্জ করে অংশ নেওয়ার অপরাধে একজনকে বহিস্কার ও মূল পরীক্ষার্থীকে জরিমানা করা হয়েছে। সোমবার ইংরেজী ২য় পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
বড়দল কলেজিয়েট স্কুল কেন্দ্রে অন্য পরীক্ষার্থীদের সাথে ত্রয়োদশ পল্লী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। স্কুলের পরীক্ষার্থী বাইনতলা গ্রামের আবু বক্কর সিদ্দিকের কন্যা স্বপ্না খাতুন ক্যাজুয়াল পরীক্ষার্থী হিসাবে (এক সাবজেক্টে ফেল) পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে দক্ষিণ বড়দল গ্রামের রুহুল আমিনের কন্যা কলেজ পড়ুয়া মাছুরা খাতুন পরীক্ষায় অংশ নেয়। কক্ষ পরিদর্শক খাতা সিগনেছারের সময় বুঝতে পেরে কেন্দ্র সচিবকে জানালে তিনি তাকে আটক করেন।
উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্বপ্নাকে বহিস্কার এবং অবৈধ ভাবে পরীক্ষায় অংশ নেওয়ায় মাছুরাকে ৩ হাজার টাকা জরিমানা করেন।