দেবহাটার টিকেটে কাল থেকে ৬ দিন ব্যাপী ঐতিহ্যবাহী শ্যামাকালী পূজা শুরু

দেবহাটার টিকেটে ৬ দিন ব্যাপী সার্বজনীন শ্রী শ্রী শ্যামাকালীপূজা শুরু হচ্ছে আগামী কাল থেকে। প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী টিকেট প্রভাতী সংঘের পরিচালনায় বেশ জাঁকজমক পূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ৬ দিনের বর্ণাঢ্য নানা আয়োজনে এবারের শ্যামাকালী পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজকরা। আয়োজক কমিটির সভাপতি প্রভাস চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক দিবাশীষ সরদার জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপদান, রাত্রে শ্রী শ্রী শ্যামাকালী পূজা ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে পূজার কার্যক্রম শুরু হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবে ১ নং কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাদুল ইসলাম। বুধবার সকাল ৭ টায় প্রসাদ বিতরণ সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে কবিগান। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা ও খুলনার বাছাইকৃত শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিতব্য ক্লাসিকাল সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি-খুলনা উপাচার্জ প্রফেসর ডঃ আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, বিশেষ অতিথি থাকবেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ স ম গোলাম মোস্তফা। শুক্রবার রাতে মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার উপস্থাপনায় রঞ্জন দেবনাথ রচিত সামাজিক যাত্রাপালা জোড়া দিঘীর চৌধুরী পরিবার মঞ্চস্থ হবে। এ সময় বাংলাদেশের চলচিত্র জগতের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী “নতুন” সহ জাতীয় চলচিত্র পুরুস্কার প্রাপ্ত ও টিভি নাট্য পরিচালক জি.এম সৈকত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে এবং বিশেষ অতিথি থাকবেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ গণি। শনিবার অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাতক্ষীরা -খুলনা বাছাইকৃতদের নৃত্যশিল্পীদের সমন্বয়ে মনোমুগ্ধকর নাচের অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা -০৩ আসনের সাংসদ আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও সাবেক কুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুল হক, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক বাবু বিধান বর্মন। পরদিন রবিবার রাত্র ৮ টায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৬ দিন ব্যাপী ঐতিহ্যবাহী সার্বজনীন শ্রী শ্রী শ্যামাকালী পূজা সমাপ্ত হবে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)