দেবহাটায় শ্রমিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
দেবহাটায় জাতীয় শ্রমিকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় সখিপুর মোড়স্থ ইমারাত শ্রমিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ইশারাত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক ও ইউপি সদস্য আসমোতুল্লাহ গাজী আসমান, পারুলিয়া ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন সভাপতি পরাণ চন্দ্র সরকার প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ন-সম্পাদক শফিকুল ইসলাম, আশিষ ঘোষ, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সদর ইউনিয়ন সভাপতি রাজিব হোসেন জজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন সাধারণ সম্পদক রবিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ।