ফের মাঠে মুশফিক ভক্ত!
একেরপর এক ইতিহাস সৃষ্টি করে চলেছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। ফের মাঠে ঢুকে পড়লেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমে আরেক ভক্ত।
শনিবার সিলেট টেস্ট শুরুর দিনই অদ্ভুত এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন মুশফিক। ঐদিন বাংলাদেশ দলের ফিল্ডিংয়ের সময় জিম্বাবুয়ের ইনিংসের ৪৮তম ওভারে মাঠে প্রবেশ করে বসে মুশফিকের ক্ষুদে এক ভক্ত। মাঠে প্রবেশ করাতেই নাটকের ইতি ছিল না, ঐ ভক্ত মুশফিকের কাছে ছুটে যায় এবং তাকে জড়িয়ে ধরে। ঐ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হয়।
একই টেস্টে সোমবার আবারও ঘটেছে একই ঘটনা। আগেরবার মুশফিকের ক্ষুদে এক ভক্ত মাঠে প্রবেশ করলেও এবার যিনি একই কাণ্ড ঘটিয়েছেন তিনি বেশ বড়সড়ই, অন্তত দেখে তাকে প্রাপ্তবয়স্কই মনে হয়। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসের ৪২তম ওভার শেষ হওয়ার পর গ্যালারি টপকে মাঠে প্রবেশ করে ঐ ভক্ত মুশফিকের কাছে ছুটে যান এবং তাকে জড়িয়ে ধরেন। পরিস্থিতি সামাল দিতে ক্রিকেটাররা জড়ো হয়ে যান এবং দ্রুত নিরাপত্তারক্ষীরা মাঠে প্রবেশ করে ভক্তকে সরিয়ে নেন।
মুশফিকের সাথে ঠিক একই ঘটনা ঘটেছিল গত পরশু। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্টে দর্শকদের এমন আচরণে ক্রিকেট অঙ্গনে স্বস্তি নেই- এটুকু নিশ্চিত। এর আগে গত বছর মাশরাফি বিন মর্তুজার এক ভক্ত গ্যালারি টপকে মাঠে প্রবেশ করে মাশরাফির কাছে ছুটে আসেন। এছাড়াও সম্প্রতি উইন্ডিজের বিপক্ষে ভারতের পরপর দু’টি টেস্টে (রাজকোট টেস্ট ও হায়দরাবাদ টেস্ট) ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির দিকে ছুটে এসেছিলেন দুই ভক্ত, যাদের পরবর্তীতে শাস্তির আওতায় আনা হয়।
সিলেটে একই টেস্টে দুইবার এমন ঘটনা ঘটার পর মাঠের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। উপমহাদেশের ক্রিকেট সমর্থকরা তাদের উন্মাদনার জন্য খ্যাত হলেও প্রায়শই তাদের বাড়াবাড়ি পরিণত হয় খবরের শিরোনামে। এমন অবস্থায় ভবিষ্যতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে বোর্ড আগ্রহী হয় কি না- সেটিও এখন বড় এক প্রশ্ন!