‘প্যারোল ছাড়া খালেদার মুক্তি নেই’
দুটি দুর্নীতি মামলায় ১০ ও ৭ বছরের জন্য দণ্ডিত বেগম খালেদা জিয়ার আইনি প্রক্রিয়ায় মুক্তির সম্ভাবনা নেই। একমাত্র প্যারোলেই বেগম জিয়ার মুক্তি সম্ভব। বেগম খালেদা জিয়ার প্রধান আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন একথা জানিয়েছেন।
সাম্প্রতিক সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ৭ দফা দাবি করা হলেও। ঐক্যফ্রন্টের শরিক বিএনপি মূলত একটি দাবিতেই আটকে আছে। আর তা হলো বেগম জিয়ার মুক্তি। সরকারের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে, এটি সম্পূর্ণ ভাবেই সরকারের এখতিয়ারের বাইরে। বেগম জিয়াকে দণ্ড দিয়েছে আদালত। বিচারিক প্রক্রিয়ায়ই তাঁর মুক্তি হতে পারে।
সর্বশেষ আওয়ামাী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সাজা সরকার দেয়নি। মুক্তিও তাই সরকারের পক্ষ থেকে দেওয়া সম্ভব নয়। বেগম জিয়ার মুক্তির জন্য তারা (বিএনপি) প্যারোলে মুক্তির আবেদন করতে পারে।
বেগম জিয়ার আইনজীবীরাও সেই কথারই পুনরাবৃত্তি করলেন, আদালতের বিচারিক প্রক্রিয়ায় নয়, বেগম জিয়ার মুক্তি সম্ভব শুধুমাত্র প্যারোলে।