ধুলিহরে ৪৯ পিচ ইয়াবা সহ মাদক চোরাকারবারী সোহান আটক
সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর বাজারে অভিযান চালিয়ে শনিবার (৩ নভেম্বর) বিকেলে ৪৯ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, মাটিয়াডাঙ্গা গ্রামের মোঃ শাহাজান গাজীর পুত্র সোহানুর রহমান ওরফে সোহান (২৫) সাতক্ষীরার বিভিন্ন জায়গায় ইয়াবা পাইকারি বিক্রেতা। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর বাজারে ইয়াবা বেচা-কেনা হচ্ছিল এমন সংবাদ পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই শেখ মোঃ মিরাজ আহম্মদ, এ,এস,আই কুতুব উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে হানা দেয়। এ সময় পুলিশি উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সোহান পালানোর চেষ্টা করলে তাকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৯ পিচ ইয়াবা উদ্ধার করে।
এ ব্যাপারে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই শেখ মোঃ মিরাজ আহম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোহান এলাকার একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।