শ্যামনগর কাশিমাড়ী ইউনিয়ন আ.লীগের উদ্যোগে বর্ধিত সভা
শ্যামনগর উপজেলার ০২ নং কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কাশিমাড়ীর গোবিন্দপুরে ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের ০১ নং ওয়ার্ডের সভাপতি মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী, ০২ নং ওয়ার্ডের সভাপতি রনজিৎ কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, ০৪ নং ওয়ার্ডের সভাপতি হাবিবুল্লাহ পাড়, ০৫ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সানাউল্লাহ সরদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ০৬ নং ওয়ার্ডের সভাপতি মো. রাজগুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ০৭ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হক তরফদার, ০৮ নং ওয়ার্ডের সভাপতি আশরাফ হোসেন মিন্টু প্রমুখ।
সভায় আগামী ৪ নভেম্বর এমপি জগলুল হায়দারের পক্ষে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সফলতা জনগণের মাঝে তুলে ধরার লক্ষে বিশাল মোটর সাইকেল শো – ডাউনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। এবং সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদ নির্বাচনে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ১০১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত ও অনুমোদন করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন।