সিম্ফোনী কাপ টুর্নামেন্ট ২০১৮ অনুষ্ঠিত
মোবাইল প্লাসের ব্যবস্থাপনায় প্রাক্তণ ক্রিকেট খেলোয়াড়দের সমন্বয়ে সিম্ফোনী কাপ টুর্নামেন্ট ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ৪ দলীয় এ খেলা অনুষ্ঠিত হয়। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ জোন। খেলায় ইস্ট জোনকে হারিয়ে ওয়েস্ট চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রধান অতিথি ছিলেন সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ উপাধ্যক্ষ আমান উল্লাহ আল হাদী, অ্যাম্পায়র এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ,ম আক্তারুজ্জামান মুকুল, সাজেক্রীস নির্বাহী সদস্য মীর তাজুল ইসলাম রিপন, ইদ্রীস আলী বাবু, জয়নুল আবেদীন জসি, কাজী কামরুজ্জামান, খন্দকার আরিফ হাসান প্রিন্স। খেলায় ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন জিএম সাইফুল ইসলাম। খেলায় অ্যাম্পায়ার হিসেবে ছিলেন সাইফুল ইসলাম মুকুল, আহসান কবির হিরন, খোকন ও সোনা।