‘বিএনপি হত্যা আর আওয়ামী লীগ করে উন্নয়নের রাজনীতি’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি হত্যার রাজনীতি করে। আর আওয়ামী লীগ করে উন্নয়নের রাজনীতি।
শুক্রবার ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা করি উন্নয়নের রাজনীতি আর বিএনপি করে খুন এবং দুর্নীতির রাজনীতি। তারা হাওয়া ভবনের নামে শুধু খাওয়ার রাজনীতি করেছে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কারো উপর জুলুম ও নির্যাতন করে না। কাউকে কষ্টও দেয় না। কিন্তু বিএনপি আমাদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে।
এর আগে মঞ্চের পাশে ১৯২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলার নেতারা।
Please follow and like us: