বরিশাল জেলাকে হারিয়ে খুলনা জেলা ফাইনালে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ইয়ং টাইগার্স অ-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা’২০১৮-১৯ এর খুলনা বিভাগীয় ২য় সেমিফাইনাল খেলা বরিশাল জেলা বনাম খুলনা জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বরিশাল জেলা টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান করে। দলের শহীদ, ইমন, ফয়সাল ও রায়হান প্রত্যেকেই ৩৪ রান করে জবাবে খুলনা জেলা ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে ৮টি উইকেট হারিয়ে ২০৫ রান করে। দলের শামীম ৪৫ রান করে। ফলে খুলনা জেলা দল ২উইকেটে জয়লাভ করে। আগামী ০১নভেম্বর ফাইনাল খেলা সাতক্ষীরা জেলা বনাম খুলনা জেলার মধ্যে অনুষ্ঠিত হবে।
Please follow and like us: