অবৈধ অভিবাসন ঠেকাতে ৫২০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
এবার মার্কিন যুক্তরাষ্ট্র অভিবাসীপ্রত্যাশীদের ঠেকাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে মেক্সিকো সীমান্তে ৫ হাজার ২০০ সেনা পাঠাতে যাচ্ছে দেশটি।
এ ব্যাপারে জেনারেল টারেন্স ও’শাফনেসি জানিয়েছেন, এসব সেনারা অভিবাসীপ্রত্যাশীদের বিরুদ্ধে ‘অপারেশন ফেথফুল প্যাট্রিয়ট’ পরিচালনা করবে। এ অভিযানে টেক্সাস, আ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে জোর দেয়া হবে।
তিনি আরো জানান, চলতি সপ্তাহের শেষ দিকে ৫ হাজার ২০০ সেনা মোতায়েন করা হবে। তাদের সঙ্গে থাকবে ভারী অস্ত্র, হেলিকপ্টার, বিমান, ব্যারিকেড ও কয়েক মাইল কাঁটা তার।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই অভিবাসন নীতির কারণে সমালোচিত হয়ে আসছেন। তিনি বলেন, অভিবাসীপ্রত্যাশীরা যুক্তরাষ্ট্র ‘আক্রমণ’ চালাতে যাচ্ছে। তাদেরকে সীমান্তে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মুখোমুখি হতে হবে।