সারার প্রথম ছবির টিজারেই চুম্বন দৃশ্য
সারা আলি খান। এক সময় বলিউডে তাকে স্টার কিড বললেও এখন অভিনয় দিয়ে নিজের একটি জায়গা তৈরি করে নিয়েছেন সাইফ কন্যা। কেননা এই তরুণীর প্রথম ছবি ‘কেদারনাথ’-এর প্রতীক্ষিত টিজার উন্মুক্ত হলো। আর এতেই বলিউডে অভিনেত্রী হিসেবে নাম লেখালেন তিনি।
এদিকে ‘কেদারনাথ’ ছবিতে সারা অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুতের বিপরীতে। তাদের দেখা যাবে মনসুর ও মুক্কুর চরিত্রে। টিজারে দুজনের চুমু বেশ আলোচিত হচ্ছে। কারণ, পর্দা এটাই সাইফ মেয়ে সারার প্রথম চুম্বন।
উত্তরাখণ্ডের গৌরি কুণ্ড থেকে কেদারনাথের পথে ১৪ কিলোমিটারের তীর্থযাত্রাকে ঘিরেই ছবিটির কাহিনি এগিয়েছে। দেবতা শিবের দুই হাজার বছরের পুরনো মন্দির আছে কেদারনাথে। ২০১৩ সালের জুনে পাহাড়-পর্বত বেয়ে ধেয়ে আসা সুনামিতে সেখানে প্রায় এক লাখ মানুষের প্রাণহানি ঘটে। এর প্রেক্ষাপটেই সাজানো হয়েছে মনসুর ও মুক্কুর প্রেমের গল্প।
ছবির কাহিনীতে মুসলিম ছেলে মনসুর (সুশান্ত সিং রাজপুত) চাপা স্বভাবের। বিধবা মায়ের সঙ্গে থাকে সে। মন্দিরে যাওয়ার পথে কঠিন তীর্থযাত্রায় আসা মানুষকে পিঠে বয়ে নিয়ে যাওয়ার কাজ করে এই তরুণ। এর সূত্র ধরে হিন্দু তরুণী মুক্কুর (সারা আলি খান) সঙ্গে পরিচয়ের পর প্রেমের সাম্পানে ভাসতে থাকে তার মন।
টিজারের আগে ইনস্টাগ্রামে ছবিটির প্রথম পোস্টার উন্মোচন করেন ছবির নায়িকা সারা। ক্যাপশনে তিনি লিখেছেন, কোনো ট্র্যাজেডি নয়, কোনো প্রাকৃতিক রোষ নয়, কোনো ঐশ্বরিক ক্ষমতা ভালোবাসার শক্তিকে পরাজিত করতে পারবে না! দেখুন অফিসিয়াল কেদারনাথ পোস্টার।
অভিষেক কাপুরের হাত ধরেই রুপালি পর্দায় অভিষেক হচ্ছে সারার। সুশান্ত এর আগে তার পরিচালনায় ২০১৩ সালে ‘কাই পো চে’ ছবিতে অভিনয় করেন। কাকতালীয় হলো, ওই বছরেই উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা হয়েছিল।
এ বছরের জুনেই ‘কেদারনাথ’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরিচালক-প্রযোজকের স্বত্ব নিয়ে দ্বন্দ্বের কারণে এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। কয়েক মাস শুটিং স্থগিত রাখা হয়েছিল। অবশেষে সব মেঘ কেটেছে। ছবিটি মুক্তি পাবে আগামী ৭ ডিসেম্বর।