কৃষকদের প্রতি ক্ষেত্রপাড়া ধান গবেষণা ইন্সটিটিউটের ব্রি ৭৫ জাতের ধান চাষের আহবান
জয়নগর ইউনিয়নে ক্ষেত্রপাড়ায় ধান গবেষণা ইন্সটিটিউটের কর্মকর্তাদের আগমনে জয়নগরের প্রাক্তন চেয়ার ম্যান শফিকুর রহমান মালির আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়,আলোচনা অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন ধান গবেষণা ইন্সটিটিউটের উপ পরিচালক কাজী আব্দুল মান্নান সাতক্ষীরা ,ডঃ মোঃ ইব্রাহিম বৈজ্ঞানিক কর্মকর্তা সাতক্ষীরা ,মামুনুর রহমান উর্দ্ধনতন বৈজ্ঞানিক কর্মকর্তা সাতক্ষীরা,মোঃ মহসিন আলী উপজেলা কৃষি অফিসার কলারোয়া,সঞ্জয় কুমার দেবশর্মা বৈজ্ঞানিক কর্মকর্তা,সাতক্ষীরা,প্রধান অতিথি রা আসেন ব্রি ধান ৭৫ এর মাঠ পরিদর্শন করার জন্য,মাঠ পরিদর্শন শেষে উপস্থিত কৃষক দের সাথে মত বিনময় করেন,এবং ব্রি ধান ৭৫ জাতের ধান চাষ করা কৃষক শহিদুল মাষ্টারের কাছ থেকে জানেন এই ধানের ফলন সম্পর্কে,কৃষক শহিদুল মাষ্টার ধান চাষের উপকারিতা সম্পর্কে তিনি বলেন ব্রি ৭৫ জাতের ধানের অধিক ফলন বিঘা প্রতি ২৫/৩০ মন পর্যন্ত ফলন হয়,এবং এই ধান চাষে আগাম ঘরে তোলা যায়, তিনি উপস্থিত কৃষক দের এই ব্রি ৭৫ জাতের ধান চাষের জন্য আহ্বান করেন,অবশেষে ধান গবেষণা ইন্সটিটিউটের কর্মকর্তারা বলেন কৃষক দের সুবিধার কথা ভেবে আমরা প্রতিনিয়ত গবেষণা করে যাচ্ছি, স্বল্প সময়ে অধিক ফসল পাওয়ার জন্য,কৃষক বাঁচলে দেশ বাঁচবে এরই ভিত্তিতে আমরা আমরণ চেষ্টা করে যাচ্ছি নতুন কিছু উপহার দিতে কৃষকদের।