পাটকেঘাটায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভা
জামায়াত-বিএনপি বর্তমান সরকারের উন্নয়নের ধারা বাধাগ্রন্থ করতে চাই, দেশে উন্নয়নের জোয়ার বইছে, এখন চাকরী পেতে ঘুষ লাগে না, বর্তমান সরকার ক্ষমতায় থাকলে এদেশ থেকে কেউ বিদেশে যাবে না বরং বিদেশ থেকে লোক এদেশে আসবে কাজ করতে, দেশে কোন মাস্তান নেই, কোন এলাকায় মাস্তান থাকলে পুলিশ কে খবর দিন, কোথাও বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, দেশের প্রত্যন্ত অ লের রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্ট, বিদ্যুৎ সেবার অভূতপূর্ব সাফল্যে সরকারের, সরকার এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে, এখন দেশে কোন মানুষ না খেয়ে থাকে না, বিনামূল্যে বই বিতরণ করা, উপ-বৃত্তির ব্যবস্থা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতা, দুঃস্থ ভাতা, কৃষকরা ন্যায্য মূল্যে সার বীজ কিনে কৃষিতে ব্যাপক উন্নয়ন ঘটিয়ে চলেছে, বর্তমান সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যেগের মধ্যে আশ্রয়ণ প্রকল্প, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশে ঘরের বিদ্যুৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচী, পরিবেশ সুরক্ষাতে সাফল্যে অর্জন করেছে। পদ্মা সেতু তৈরি হলে এ অ লের মানুষের সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটবে উপরোক্ত কথাগুলো বলেন সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে ভিশন ২০২১ শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। সোমবার বিকাল ৪টায় খলিষখালী এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন, তালা-পাটকেলঘাটা এ এস পি সার্কেল সিনিয়র অপু সরোয়ার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, আ’লীগ নেতা সুনীল কুমার দে, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন। অনুষ্ঠান শুরুর আগে স্থানীয় সাংবাদিকদের সাথে সরকারের উন্নয়ন শীর্ষক বিষয় নিয়ে মতবিনিময় করেন জেলা তথ্য অফিসার। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা তথ্য অফিস। আয়োজনে ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিস।