আশাশুনিতে চার মাদক চোরাকারবারি গ্রেফতার
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ ৪ মাদক চোরাকারবারি গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এসআই মোঃ নাজিবুর রহমান, পিএসআই মোঃ আঃ রাজ্জাক, এএসআই মোঃ আনিসুর রহমান, এএসআই মাহাবুব হাসান, এএসআই ফেরদৌস কবির, ও এএসআই (নিঃ) শাহ জামাল অভিযান চালিয়ে ১০৩ পিচ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গোয়ালডাঙ্গা গ্রামের মৃত রজব আলি সরদারের পুত্র শাহিনুর ইসলাম ওরফে
শাহিন সরদার (৪৩), বড়দল গ্রামের মৃত আলহাজ¦ ইউনুছ আলি সানার পুত্র ইসলামুল হক টুটুল (৪২), মানিকখারী গ্রামের বাবর আলি সরদারের পুত্র শফিউল আলম সুজন (৩০), বড়দল গ্রামের আঃ হামিদ সরদারের পুত্র আবু হাসান রিন্টু (৪৩) কে ফকরাবাদ এলাকা হতে হাতেনাতে গ্রেফতার করেন। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫(১০)১৮ নং মামলা রুজু করা হয়েছে।
Please follow and like us: