কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈশ্বরীপুর মোহামেডানের শিরোপা জয়
কলারোয়ায় ৮ম বজলুর রহমান স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট’র শিরোপা জয় করলো শ্যামনগরের ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার কলারোয়া ফুটবল ময়দানে এমআর ফাউন্ডেশন ও উপজেলা ক্রীড়া সংস্থা’র আয়োজনে এবং মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের অর্থায়নে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে শ্যামনগরের ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্র্টিং ক্লাব টাইব্রেকারে ৩-১ গোলে কলারোয়া ফুটবল একাডেমিকে হারিয়ে এ শিরোপা জয় করে। বিপুল দর্শক পরিপূর্ণ এ খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্যভাবে শেষ হলে তা টাইব্রেকারে গড়ায়। খেলাটি পরিচালনা করেন নাছির হোসেন, মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, মোশাররফ হোসেন। ধারাভাষ্যকার ছিলেন মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, প্রভাষক রফিকুল ইসলাম, মীর রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, রুস্তম আলি। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও অন্যান্য পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মদ। কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলি, চন্দনপুর কলেজের অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, আ.লীগ নেতা শহিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক আকবর আলি, ক্রীড়া ব্যক্তিত্ব আজিজুল হাসান, রেজাউল করিম লাভলু, রমজান আহম্মেদ প্রমুখ।