সাতক্ষীরায় ইন্টারনেটে শিশু যৌন নির্যাতন প্রতিরোধক কর্মসূচি
বাবা মায়ের অসর্তক অবস্থার সুযোগে স্কুল পড়ুয়া উঠতি বয়সী ছেলে মেয়েদের হাতে দেখা যাচ্ছে স্মার্ট ফোন। আর এ সব ফোনে ইন্টারনেটে ফেজবুক টুইটার বা ইমোর মতো সোশ্যাল এ্যাপে জেনে বা না জেনে জড়িয়ে পড়ছে কিছু স্বার্থ বাঁদি মানুষের ফাঁদে।
এর পর কৌশলে গড়ে তোলা হয় সুসম্পর্ক । উঠতি বয়সী ছেলে মেয়েরা একটু আবেগ প্রবণ হওয়ায় সে সুযোগের ব্যবহার করে দুষ্কৃতকারীরা।
পরবর্তীতে আর্থিক বা মানসিক বা যৌন হয়রানির মত ফাঁদে ফেলা হয় তাদের । এক সময় সম্পর্কের অবনতি হলে এসব ছবি ও ভিডিও গুলো ফেক ফেসবুক, টুইটার মাধ্যমে ছড়িয়ে অনলাইনে শিশুদের যৌন হয়রানী করা হয়।
যার ফলে পারিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মাদকে আসক্ত হয়ে পড়ে আনেকে । আবার কেও আত্মহত্যার পথ ও বেছে নেনে ।
আজ শনিবার সাতক্ষীরার ত্রিশ মাইলে অগ্রগতি সংস্থার প্রাকটিক্যাল ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে , ‘ইন্টারনেট অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ শীর্ষক কর্মশালায় এমন সব তথ্য উঠে আসে বক্তাদের মধ্য থেকে।
আইন ও শালিস কেন্দ্র (আসক) এর সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা অগ্রগতির নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।
এ সময় কর্মশালায় বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার প্রোজেক্ট কোঅডিনেটর দেবব্রত অধিকারী, প্রোগ্রাম অফিসার সফিউল হক, চ্যানেল নাইনের সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী, বাংলা টিভির সাতক্ষীরা প্রতিনিধি গোপাল কুমার মন্ডল, ইন্টারনেট পরিসেবাকারী ধীমান বিশ্বাস, সুকদেব কুমার বিশ্বাস প্রমুখ।