বিমান থেকে ছিটকে পরে গায়কের মৃত্যু
বর্তমান সময়টা মিউজিক ভিডিওর। কে কতটা নান্দনিক মিউজিক ভিডিও উপহার দিতে পারেন তা নিয়ে চলছে অদম্য প্রতিযোগিতা।
তবে এই ধরণের প্রতিযোগিতায় নেমে এবার মৃত্যুবরণ করেছেন কানাডীয় সঙ্গীতশিল্পী জন জেমস। ব্রিটিশ কলম্বিয়ার উত্তর-পশ্চিম ভার্নন প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিমানের ডানায় ভর করে একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলেন ৩৪ বছরের গায়ক জন। এ জন্য তাকে বেশ কয়েকবার প্রশিক্ষণও দেয়া হয়েছিল। কিন্তু শুটিংয়ের সময় বিমানের ডানার উপর দিয়ে অনেকটা এগিয়ে যান জন। তখন পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়।
বেসামাল হয়ে বিমানটি ঘুরপাক খেতে থাকে দিক্বিদিক। এরপরে নিচের দিকে নামতে শুরু করে। ওই সময় জন বিমানের ডানার উপর ছিলেন, যার কারণে তিনি প্যারাসুট খোলার সময় পাননি। ফলে বিমান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তবে বিমানটিকে পুরোপুরি নিরাপদে ল্যান্ড করাতে সমর্থ হন পাইলট।
প্রসঙ্গত, শিল্পী হওয়ার আগে জন একজন পেশাদার স্কেট বোর্ডিং এবং স্কাই ডাইভিং করতেন। কিন্তু কয়েকটি বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়ে সেসব ছেড়ে দেন। এরপর হিপ-হপ সঙ্গীত নিয়ে কাজ করা শুরু করেন তিনি।
২০১৬ সালে ‘র্যাক্স লিও’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশ করেন এই গায়ক। এছাড়াও তার বেশকিছু মিউজিক ভিডিও দর্শকদের কাছে জনপ্রিয়তা পায়।