ম্যান অব দ্যা ম্যাচ হয়ে যা বললেন সৌম্য
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ দলে ডাক পেয়েই দুর্দান্ত সেঞ্চুরী করলেন সৌম্য সরকার।
ব্যাট হাতে তিনি করেন ১১৭ রানের ঝকঝকে ইনিংস। সৌম্য সরকার মোট ৯২ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। যার ফলে তিনি হয়েছেন ম্যান অব দ্যা ম্যাচও। আর ম্যান অব দ্যা ম্যাচ হয়ে বেশ দারুণ খুশি তিনি।
তিনি বলেন, ভালো লাগছে কামব্যাক করেই রান করতে পেরেছি। এটা আমার জন্য অসাধারণ মুহূর্ত ছিল। আর এই ম্যাচে জয় পাওয়াটাও ছিল বেশ রোমাঞ্চকর ব্যাপার।
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচে ইমরুল কায়েস ও সৌম্য সরকারের ব্যাটিং তাণ্ডবে সাত উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো মাশরাফিবাহীনি।
Please follow and like us: