ইসরায়েলি সেনাদের আক্রমণে ৫ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের আক্রমণে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছে প্রায় দু’শ জন।

শুক্রবার জুম্মার নামাজের পর গাজা-ইসরায়েল সীমান্তে বিক্ষোভরত নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গুলি আর টিয়ারশেল ছোঁড়ে ইসরায়েলি বাহিনী।

তেলআবিবের অবরোধের বিরুদ্ধে প্রায় সাত মাস ধরে চলছে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ পদযাত্রা। যাতে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ২১২ জনে।

এদিকে, হামলার জবাব দিতে গাজা থেকে ইসরায়েল সীমান্তে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন- হামাস। যদিও লক্ষ্যে আঘাত হানার আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা- আয়রন ডোম দিয়ে ধ্বংস করে দেয়া হয় ক্ষেপণাস্ত্রগুলো। এসব হামলায় কেউ হতাহত হয়নি।

তবে পাল্টা জবাবে গাজায় হামাসের ঘাঁটিতে ১২ দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)