শেখ রাসেল স্মৃতি নক আউট ক্রিকেটের ফাইনালে সুলতানপুর জয়ী
‘বন্ধু একতা বন্ধু বল, মাদক ছেড়ে মাঠ চল’ স্লোগানে শেখ রাসেল স্মৃতি ৮ দলীয় নক আউট ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পিটিআই মাঠে বন্ধু একাদশের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সুলতানপুর ইয়ং একাদশ বনাম বন্ধু একাদশ অংশ গ্রহণ করে। খেলায় প্রধান অতিথি পৌর কাউন্সিলর আলহাজ্ব কাজী ফিরোজ হাসান। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর অনিমা রানী। খেলার আয়োজক ছিলেন প্রিন্স, প্রান্ত, নাসিম, ইমন, রাশেদ, রায়হান। এসময় উপস্থিত ছিলেন আব্দুর রহিম বাবু, সিদ্দিকুর রহমান, কাজী শাহাদাত হোসেন, ডাঃ আ: সেলিম প্রমুখ। অ্যাম্পায়ার ছিলেন ডিএস এ এর ফরাদ হোসেন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সুজিত সরকার। ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন তায়জুল ইসলাম। ফাইনাল খেলায় নির্ধারিত ৭ ওভারে সুলতানপুর ইয়ং একাদশ বন্ধু একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।