কলারোয়ায় সমবায় সমিতির বিরুদ্ধে গ্রাহকের ৪লাখ টাকা আত্মসাতের অভিযোগ
কলারোয়ায় একটি সমবায় সমিতির বিরুদ্ধে এক ব্যক্তির সাড়ে ৪লাখ টাকা ফেরত না দেয়ার অভিযোগ উঠেছে। বেশি মুনাফার লোভ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে হতদরিদ্রদের প্রতারিত ও সর্বস্বান্ত করার ঘটনায় কলারোয়া থানায় অভিযোগও করা হয়েছে। অভিযোগটি করেছেন কলারোয়া উপজেলার উত্তর সোনাবাড়িয়া গ্রামের মৃত আফছার দালালের ছেলে আলী হোসেন। তার চন্দনপুরের গয়ড়া কলেজ মোড়ে ভাতের হোটেল আছে। অভিযোগ সূত্রে জানা গেছে- ‘শিশির ছোয়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’ নামে পরিচালক মনিরুল ইসলাম, ম্যানেজার আমিরুল ইসলাম, কমিটির সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ ছিদ্দিক হোসেন ভুক্তভোগী আলী হোসেনকে লভ্যাংশের বিভিন্ন প্রলোভন দেখিয়ে কয়েক দফায় মোট সাড়ে ৪লাখ টাকা সমিতিতে জমা করায়। কিন্তু দিনক্ষণ পেরিয়ে গেলেও আসল ও লভ্যাংশের টাকা ফেরত না দিয়ে বিভিন্ন রকম তালবাহানা করছে সমিতির লোকজন। তারা বেশি মুনাফার লোভ দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে এলাকার হতদরিদ্র মানুষের প্রতারিত ও সর্বস্বান্ত করছে। বিষয়টি নিয়ে আলী হোসেন তার টাকা ফেরত চেয়ে পুলিশের সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখায় অভিযোগ দিয়েছেন।