ইমরুল-সৌম্যর ব্যাটিং দাপটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
জিম্বাবুয়ের দেয়া ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাট হাতে ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ। ইমরুল কায়েস ও সৌম্য সরকারের নান্দনিক ব্যাটিংয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে টাইগারদের স্কোরবোর্ড। ইনিংসের প্রথম বলেই লিটন দাসের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল স্বাগতিকরা। শূণ্য রানে প্যাভিলিয়নে ফেরেন লিটন। এরপর ইমরুল কায়েস ও সৌম্য সরকারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা।
একের পর এক বাউন্ডারিতে স্কোর বোর্ডকে সচল রেখেছেন দুই ব্যাটসম্যান। মাত্র ৮৪ বলে ৮৮ রান করেছেন ইমরুল। অন্যদিকে সৌম্য সরকারের ব্যাট থেকে এসেছে ৮৫ বলে ১০৯ রান। এই দুজনের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেটে ৮০ রান।
এর আগে শন উইলিয়ামসের দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ২৮৭ রানের বিশাল টার্গেট দেয় জিম্বাবুয়ে। আগের দুই ম্যাচের পুনরাবৃত্তি এদিন হতে দেয়নি দলটি। বরং সিরিজ জেতা টাইগারদের উপর সফরকারীরা চড়াও হয় ব্যাট হাতে। ১৪৩ বলে ১২৯ রানের অনবদ্য এক শতরান উপহার দেন অভিজ্ঞ শন উইলিয়ামস। এছাড়া ৭৫ রান করেছেন ব্রেন্ডন টেইলর। বাংলাদেশের পক্ষে ২ উইকেট লাভ করেছেন নাজমুল ইসলাম অপু।