শ্যামনগরে অস্ত্র সহ আটক-৩
শ্যামনগর থানা পুলিশ অস্ত্র সহ ৩ সন্ত্রাসীকে আটক করেছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামে আবিয়ার রহমানের বাড়ী পিছন হতে তাদের আটক করেন। আটককৃতরা হলেন- গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আলিমুদ্দীন খাঁর ছেলে মিজানুর রহমান (৩৫) এবং একই গ্রামের মৃত মহব্বত শেখের ছেলে হযরত শেখ (৪০) ও মোঃ সিদ্দিক গাজীর ছেলে আল-আমিন শেখ (৪২)। এসময়ে তাদের স্বীকারোক্তি মতে একই স্থান হতে ১টি দেশী তৈরি পাইপ গান উদ্ধার করেন। শ্যামনগর থানার ওসি ইলিয়াস হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক এ এস আই তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থল হতে অস্ত্র সহ সন্ত্রাসীদের আটক করেন। এ ঘটনায় শ্যামনগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আটকৃত সন্ত্রাসীদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।