দেবহাটায় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও মানববন্ধন
সারাদেশের ন্যায় দেবহাটায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮।“আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো”প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে সোমবার (২২ অক্টোবর) সকালে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে দেবহাটা উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,বেসরকারি-এনজিও প্রতিনিধি,সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটিতে নিরাপদ সড়কের দাবী করে বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা স্ব-স্ব বিদ্যালয় সম্মুখের সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কে মানববন্ধন করেন।