বেওয়ারিশ কুকুরের দৌরাত্ব্যে অতিষ্ঠ পাটকেলঘাটাবাসী
পাটকেলঘাটা বাজার সহ আবাসিক এলাকা গুলোই এখন সর্বত্র চলছে কুকুর আতংক। এক কথায় বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী। পাড়া-মহল্লা, নদীর ধার, খেলার মাঠ, সড়ক, ফুটপাত সর্বত্র এসব কুকুরের আনাগোনা। যত্রতত্র সময়-অসময়ে কুকুরের ডাকাডাকিতে রীতিমতো বিরক্ত হয়ে উঠেছে পাটকেলঘাটা বাসী। আর পাগলা কুকুরগুলো সুযোগ পেলেই মানুষকে কামড়ে দিচ্ছে। ফলে বেওয়ারিশ কুকুর এলাকাবাসীর মাঝে এখন বড় আতঙ্কের বিষয় হয়ে উঠেছে।
পাটকেলঘাটায় কুকুরের জন্য ভয়ে আছে সাধারন মানুষ। বেশ কয়েক সপ্তাহ ধরে পাটকেলঘাটা বাজারের বিভিন্ন এলাকা, রাস্তায় দলবদ্ধ ভাবে কুকুরের ব্যাপক আনাগোনায় জনমনে প্রশ্ন এতো কুকুর আসলো কোথা থেকে? এলাকার হাঁস, মুরগী, গবাদী পশু সহ শিশুদের নিয়ে বিপাকে পড়েছে এলাকাবাসী। শিশুরা বাইরে বের হতে ভয় পাচ্ছে, যে কারণে বিপাকে পড়েছে অভিভাবকরা। কোন কোন সময় ছোট বাচ্চা দেখলে তাড়া করছে কামড়ানোর জন্য।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে পাটকেলঘাটা বাজার সহ আবাসিক এলাকা গুলোতে ব্যাপক পরিমানে কুকুরের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এক সাথে ১০-১২টি কুকুর সংঘবদ্ধ ভাবে চলাফেরার করার ফলে সাধারন মানুষ পাশে যেতেও সাহস পাচ্ছে না। ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত বাজার ও এলাকাগুলোতে বেশী কুকুরের আনাগোনা লক্ষনীয়। এই সময়টায় কমলমতি ছাত্র-ছাত্রীরা স্কুলে যায়। কিন্তু সব সময় তাদের মনের মধ্যে কুকুর আতংক বিরাজ করছে। বাইগুনি গ্রামের আতিয়ার রহমান জানান, গতকাল একটা সংঘবদ্ধ কুকুর দল হঠাৎ তাড়া করে আমি রাস্তার পাশে একটি দোকানে আশ্রয় নিয়ে সে যাত্রায় রক্ষা পায়।
এছাড়া এলাকার শহিদুল ইসলাম, শাহিনুর রহমান, নাসরিন সুলতানা, জান্নাতুল ফেরদৌস, সুমাইয়া খাতুন, সোহানা আক্তার, মামুনুর রহমান, আব্দুল্লাহ সহ আরো অনেকে এই প্রতিনিধিকে জানান, গত ১ সপ্তাহ কুকুরের উপদ্রব এতটা বৃদ্ধি পেয়েছে এ অবস্থায় আমাদের সন্তানদের নিয়ে খুবই চিন্তার মধ্যে আছি। এঘটনায় পাটকেলঘাটা বাজার সহ আশপাশের এলাকাগুলোতে কুকুর আতংক বিরাজ করছে। এলাকাবাসী এই কুকুরের হাত থেকে পরিত্রান পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।