বর্তমানে সড়ক দূর্ঘটনা দৈনন্দিন জীবনের অংশ হিসাবে পরিনত হয়েছে
যানবাহন বাড়ছে বাড়ছে দূর্ঘটনা, সাথে বাড়ছে মৃত্যুর মিশিল। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠনগুলোর পরিসংখ্যান বলছে, দেশে প্রতিদিন অন্তত ১৬ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। এমন পরিসংখ্যানের ভিত্তিতে “আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” এই শ্লোগান কে সামনে রেখে দ্বিতীবারের মত পালিত হচেছ জাতীয় নিরাপদ সড়ক দিবস।
সোমবার (২২ অক্টোবর) সকাল ১০টায় ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে পালিত হল জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবস টি উপলক্ষ্যে বিদ্যালয়ের সামনে সাতক্ষীরা-আশাশুনী মহাশড়কে বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ন ভাবে মানব বন্ধন ও নিরাপদ সড়কের উপর সংক্ষিপ্ত আলোচনা করে। এসময় উপস্থিত ছিলেন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলের কার্যনির্বাহী কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমানসহ সকল শিক্ষকবৃন্দ ও এলাকার সুধীজন।
এসময় বক্তারা বলেন, বর্তমানে সড়ক দূর্ঘটনা দৈনন্দিন জীবনের অংশ হিসাবে পরিনত হয়েছে। আমাদের এটি থেকে পরিত্রাণ পেতে হলে সরকারের পাশাপশি সকলকে এক হয়ে প্রচার প্রচারণার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে হবে। গাড়ি চালকদের যথাযথ প্রশিক্ষকণের ব্যবস্থা করতে হবে এবং সড়ক দূর্ঘটনায় দোষি ব্যাক্তিদের কে আইণের আওতায় আনতে হবে।