কাদাকাটিতে বিশাল আড়ং মেলা সোমবার
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে মহিষাসুর মর্দিনী মহামায়া দেবী দুর্গার বিসর্জন উপলক্ষে আড়ং মেলার আয়োজন করা হয়েছে। সোমবার বিকাল ৪ টায় টেংরাখালী আদর্শ শিক্ষা নিকেতন মাঠে এ আড়ং মেলা অনুষ্ঠিত হবে।
কাদাকাটি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আড়ং মেলায় প্রধান অতিথি থাকবেন, উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। বিশেষ অতিথি থাকবেন পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, পূজা উদযাপন পরিষদ সেক্রেটারি রণজিৎ কুমার বৈদ্য. সাংবাদিক অসীম চক্রবর্তী ও কাদাকাটি পূজা উদযাপন পরিষদ সভাপতি প্রবোধ চন্দ্র সরকার। মেলায় সকলকে উপস্থিত থাকতে পরিচালনা কমিটির সভাপতি শঙ্কর প্রসাদ ব্যানার্জী ও সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র মন্ডল অনুরোধ জানিয়েছেন।