দেবহাটায় শিশু অধিকার প্রতিষ্ঠায় লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
দেবহাটায় শিশু অধিকার প্রতিষ্ঠায় শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সামাজিক জবাব দিহিতা কার্যক্রমের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে উক্ত মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্স’র সিনিয়র প্রজেক্ট অফিসার জর্জ তমাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্স’র সহকারী গবেষক শেখ সোহেল মাহমুদ, ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য মোকলেছুর রহমান, আকবর আলী, পরিতোষ বিশ্বাস, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, নির্মল কুমার মন্ডল, মোনাজাত আলী, আবুল হোসেন, হাফিজুর রহমান, রেহানা ইসলাম, আলফাতুন নেছা, আরতী রানী মন্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র ইউনিয়ন ইয়ুথ ফ্যাসিলিটেটর মেহেদী হাসান।