৪শ’গোলের মাইলফলক স্পর্শ রোনালদোর
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ৪শ’গোলের মাইলফলক স্পর্শ করেছেন।
সেরি আয় জেনোয়ার বিপক্ষে শনিবারের ম্যাচে গোল করে এই মাইলফলকটি স্পর্শ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। ম্যাচের ১৮তম মিনিটে ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভেদ করেন রোনালদো।
রোনালদোর ৪শ’গোলের মধ্যে লা লিগায় গোল ৩১১টি, ইংলিশ প্রিমিয়ার লিগে ৮৪টি এবং সেরি আয় ৫টি গোল করেন।
Please follow and like us: