কলারোয়ায় ৪শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক
কলারোয়ায় ৪শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ রফিকুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। কলারোয়া থানা পুলিশ জানান- শনিবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে কলারোয়া উপজেলার পৌর সদরের কলাগাছি মোড় থেকে সাতক্ষীরা সদর উপজেলার রামনগর গ্রামের শাকের আলীর ছেলে রফিকুল ইসলামকে আটক করেন। এ সময় তার দেহ তল্লাসী করে ৪শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।
Please follow and like us: