কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈশ্বরীপুর মোহামেডান ফাইনালে
কলারোয়ায় ৮ম বজলুর রহমান স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল নিশ্চিত করলো শ্যামনগরের ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার কলারোয়া ফুটবল ময়দানে এমআর ফাউন্ডেশন’র আয়োজনে এবং মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের অর্থায়নে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শ্যামনগরের ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব ২-০ গোলে কালিগঞ্জ উত্তর শ্রীপুর ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। বিপুল দর্শক পরিপূর্ণ এ খেলাটির প্রথমার্ধ্ব গোলশূন্য ছিলো। দ্বিতীয়ার্ধ্বে শ্যামনগরের পক্ষে রিজভি ও মুকুল গোল দু’টি করেন। খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, আবু সাঈদ, মোশাররফ হোসেন, আব্দুল মাজেদ। ধারাভাষ্যকার ছিলেন মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, প্রভাষক রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, সাইফুল্লাহ। টুর্নামেন্ট আয়োজক কমিটি সূত্র জানায়, আজ রোববার বিকেল ৩ টায় একই ভেন্যুতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে কেশবপুর মধুচক্র ও কলারোয়া ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হচ্ছে।