পাবনায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
পাবনা সদর উপজেলায় শনিবার র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
উপজেলার রাজাপুর এলাকায় ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত টিপু শেখ কবিরপুর গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে।
তার বিরুদ্ধে মাদকসহ ৮টি মামলা রয়েছে।
র্যাবের পাবনা ক্যাম্পের অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি ও ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
Please follow and like us: