অসহায় বৃদ্ধ মায়ের পাশে আমাদের সাতক্ষীরা ও সাতক্ষীরা ব্লাড ব্যাংক
আজ আমাদের সাতক্ষীরা ও সাতক্ষীরা ব্লাড ব্যাংকের যৌথ প্রচেষ্টায় তালার এক অসহায় বৃদ্ধ মহিলা হামিদা খাতুন (৭০) তার পাশে দাঁড়িয়েছে। তাকে চাল,ডাল,তেল ও এক টা শাড়ি দিয়ে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে আমাদের সাতক্ষীরা ও সাতক্ষীরা ব্লাড ব্যাংক।
অসহায় বৃদ্ধ মহিলার স্বামী জামের আলী দৃর্ঘ ৪০ বছর আগে মারা গেছে।একটা মেয়ে আরিফুন নেছা(৪০) সেও শারীরিক প্রতিবন্ধী।হামিদা খাতুনের পরিবারে উপার্জন করার মত কোন ব্যক্তি নেই।যে বৃদ্ধ হামিদা খাতুন ও তার মেয়ে আরিফুন নেছার মুখে দুই মুঠো খাবার তুলে দেবে।এলাকার বিশিষ্ট জনদের বলে কয়ে একটা বয়স্ক ভাতার কার্ড করে নিয়েছে।কিন্তু মেয়ে আরিফুন নেছার কোন গতি তিনি করতে পারেন নি।ঐই একটা বয়স্ক ভাতার কার্ড তাদের মা মেয়ের উপার্জনের এক মাত্র মাধ্যম।
বাড়ি টি খোলার চালের ছাউনি ।।যেখানে মা মেয়ে বসবাস করে।বাড়িটি অসুরোক্ষিত ভাবে আছে।বাড়িটি যে কোন সময় নষ্ট হয়ে যেতে পারে।তাতে করে তাদের প্রাণের আশংকা রয়েছে।
এলাকাবাসী বলেন ,যে অসহায় বৃদ্ধ হামিদা খাতুন মেয়ে আরিফুন নেছার পাশে দাড়াবার কেও নেই।এলাকাবাসী দাবি করছে যে সরকারি কোন সুবিধার আওতায় যেন আনা হয় হামিদা খাতুন ও তার মেয়ে আরিফুন নেছাকে।