দেবহাটায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
“কর্ম গড়তে, গড়বে ভবিষ্যৎ, কর্মই গড়বে-২০৩০ ক্ষুধামুক্ত বিশ্ব” স্লোগানকে সামনে রেখে দেবহাটায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও খাদ্য অধিদফতরের আয়োজনে র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিপি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল আসাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জসীশউদ্দীন, মৎস্য অফিসার বদরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, খাদ্য নিয়ন্ত্রক অফিসার মনিরুল ইসলাম, বিআরডিবি অফিসার আব্দুল সালাম, মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব প্রমুখ।
Please follow and like us: