আশাশুনি আনসার সদস্যদের উদ্দেশ্যে ওসি’র ব্রিফিং
শারদীয়া দুর্গা পূজা উপলক্ষে ডিউটিতে প্রেরণের পূর্ব মুহুর্তে আনসার সদস্যদের উদ্দেশ্যে পুলিশ পরিদর্শক ব্রিফিং দিয়েছেন। সোমবার সকালে থানা চত্বরে এ ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার ১১ ইউনিয়নে ১০৬ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব পূজা মন্ডপে ডিউটির জন্য আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা সোমবার থেকে কাজে যোগ দিয়েছে। থানা থেকে ডিউটি ভাগ করে গ্রুপ কমান্ডারের নেতৃত্বে আনসার সদস্যদের প্রেরণ করা হয়। পূজা মন্ডপে ডিউটির সময় তাদের করনীয়, বর্জনীয় ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার দেবনাথ। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমান ও এসআই (নিঃ) প্রমূখ উপস্থিত ছিলেন।
Please follow and like us: