সাতক্ষীরার ভালুকা চাঁদপুর হাইস্কুলে ঊর্ধ্বমুখী সম্প্রসারণের ফলক উন্মোচন
সাতক্ষীরার ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প এর আওতায় চারতলা ভিত্তবিশিষ্ট বিদ্যমান একতলা একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্পসারণ কাজের ফলক উন্মোচন করা হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে ফলক উন্মোচন শেষে ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোন্সা আরা, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান হাদী, জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম মহি, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে আমার এই পাঁচ বছর দায়িত্ব থাকা কালীন সাতক্ষীরায় যে উন্নয়ন সাধিত হয়েছে তা বিগত কোন সরকারের আমলে সম্ভব হয়নি। তিনি আরও বলেন উন্নয়নের এই অবদান আমার না এটি আমাদের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। আর এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। প্রসঙ্গত “নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের আওতায় চারতলা ভীতবিশিষ্ট বিদ্যমান একতলা একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে, শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভীতবিশিষ্ট বিদ্যমান একতলা একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করা হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের অফিস সহকারী সুভাষ চন্দ্র।