সরাপপুর কলেজ ছাত্রীর সাইকেল চুরি
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাপপুর গ্রাম থেকে কলেজ ছাত্রীর সাইকেল চুরি হয়েছে। জানা যায় রবিবার রাত্রে সরাপপুর গ্রামের মৃত্যু বিষ্টু দাশের ছেলে আনন্দ দাশের রান্না ঘরের তালা ভেঙ্গে কে বা কাহারা একটি নতুন সাইকেল চুরি করে নিয়ে গেছে।আনন্দ দাশের স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন কামারকাটী গ্রামের হারান বাছাড় আমার জামাই হন। সেই সুত্রে হারান বাছাড়ের মেয়ে আমাদের বাড়ীতে থেকে গাভা আইডিয়াল কলেজে পড়াশুনা করে। কলেজে যাতয়াত করার জন্য তার বাবা (হারান)তাকে একটি সাইকেল কিনে দিয়েছিল। সাইকেলটি প্রতিদিন রান্না ঘরেই থাকতো।কিন্তু সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখি রান্না ঘরের তালাভাঙ্গা এবং সাইকেলটি ঘরে নেই। তিনি আরও বলেন বেশ কিছুদিন আগে তার বাড়ী থেকে একটি ছাগল হারিয়ে গিয়েছিল।সেটি আজও পাওয়া যায়নি।এলাকাবাসীর কাছ থেকে জানা যায় গ্রামে প্রতি দিন এমন ঘটনা ঘটেই চলেছে।