আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস- ২০১৮ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, পিআইও শাহরিয়ার মাহমুদ রঞ্জু, উপ সহকারী প্রকৌশলী মামানুর রশিদ প্রমুখ। সভায় সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সমবায় অফিসার আনছারুল আজাদ, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন ও প্রভাষক ম মোনায়েম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।