জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের সাথে জিপির সাক্ষাৎ
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের সাথে নবনিযুক্ত জিপি এড. সরকার জামিনী কান্ত সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের নিজস্ব বাসবভনে উপস্থিত হয়ে তিনি এ সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও প্রবীন রাজনীতিবিদ আকবর আলী, জিপি সহকারী এবং শিবপুর ইউনিয়ন তাঁতীলীগের আহবায়ক শফিকুল ইসলাম প্রমুখ। সাক্ষাৎকালে নজরুল ইসলাম বলেন, দেশের স্বার্থ রক্ষার্থে সদয় প্রস্তুত থাকতে হবে। কোন ভাবেই যেন প্রভাবশালীরা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি সম্পত্তি আত্মসাত করতে না পারে। সে বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানান।
Please follow and like us: