অডিশনে নায়িকাকে নগ্ন হতে বললেন পরিচালক
ইতোমধ্যে ‘মি টু’ ঝড়ে আক্রান্ত হয়েছেন বলিউডের একাধিক নামিদামি পরিচালক। এবার সেই তালিকায় যুক্ত হলেন লাভ রঞ্জন। ‘সোনু কে টিটু কি সুইটি’-র পরিচালকের বিরুদ্ধে এক অভিনেত্রীকে অশ্লীল প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।
ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগ আনলেও সেই অভিনেত্রী কিন্তু নিজের নাম প্রকাশ্যে আনেননি।
ওই অভিনেত্রীর অভিযোগ, ‘প্যার কি পঞ্চনামা’-র শুটিংয়ের সময় তিনি গিয়েছিলেন লাভ রঞ্জনের কাছে অডিশন দিতে। সিনেমায় বিকিনি দৃশ্যের পাশাপাশি চুম্বনের দৃশ্যও রয়েছে বলে জানানো হয় তাকে। তাতে কোনো আপত্তি ছিল না অভিনেত্রীর।
এরপরই নায়িকাকে একটি ঘরে ডেকে নিয়ে যাওয়া হয়। প্রথমে বিকিনি পরে তার লুক টেস্ট হবে বলে জানান লাভ রঞ্জন। এরপর সবাইকে ঘর থেকে বের করে দিয়ে তাকে নগ্ন হতে বলা হয় বলে অভিযোগ।
ওই অভিনেত্রীর আরো দাবি, লাভ রঞ্জন তাকে জানান, অন্তর্বাস খুলে যেন তিনি দাঁড়ান। যাতে তিনি বুঝতে পারেন, ওই অভিনেত্রীর শরীর থেকে আর মেদ ঝরাতে হবে কি না। ওই ঘরে কোনো ক্যামেরা নেই। তাই পরিচালকের সামনে নগ্ন হতে অভিনেত্রী যেন ভয় না পান, সেই কথাই বলেন লাভ রঞ্জন।
তিনি আরো জানান, পরিচালকের ওই আবদার শুনে এই ধরনের কোনো কাজ করতে পারবেন না বলে সেখান থেকে সেদিন বেরিয়ে যান।