কুলিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে মারপিট: থানায় অভিযোগ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারপিট করার অভিযোগ উঠেছে। এঘটনায় নির্যাতিতা শামীমা বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ কুলিয়া গ্রামের আমজাদ হোসেনের কন্যা শামীমা ওরফে মনিরা(২৪) এর সাথে গত ৬ বছর পূর্বে দক্ষিন কুলিয়া গ্রামের হারান গাজী পুত্র আলমগীর হোসেনের সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। সংসার জীবনে তাদের দুইটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু শামীমার শ্বশুর হারান গাজী ও শ্বাশুড়ী রাবেয়া খাতুনের কু-পরামর্শে প্রায়ই তার স্বামী আলমগীর হোসেন যৌতুকের দাবিতে মারপিট সহ বিভিন্ন ভাবে নির্যাতন করতে থাকে। বিষয়টি নিয়ে স্থানীভাবে একাধিকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিস বৈঠকে আলমগীর হোসেন আর কখনো শামীমাকে নির্যাতন করবে না বলে অঙ্গীকার করে। কিছু দিন যেতে না যেতেই আবারো ১লক্ষ টাকা যৌতুৃকের দাবিতে শামিমাকে মারপিট করে দুই সন্তান আজমীর হোসেন(৪) ও আবির হোসেন(২) কে বাড়ি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে আবারো মিমাংসার জন্য শামীমার মামা আশরাফুল হোসেন তাদেরকে খবর দিলে গত ০১ অক্টোবর বিকাল ৪টায় শ্বশুর হারান গাজী ও শ্বাশুড়ী রাবেয়া খাতুন ও স্বামী আলমগীর দক্ষিণ কুলিয়ায় যায়। সেখানে আবারো ১ লক্ষটাকা যৌতুক দাবি করা হয়। কিন্তু শামীমার পরিবার যৌতুকের টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী আলমগীর শামীমাকে গলাচেপে শ্বাসরোধ করার চেষ্টা ও এলোপাতাড়ি ভাবে মারপিট করে চলে যায়।
পরে আহত শামীমাকে তার পরিবার স্থানীয় ভাবে চিকিৎসার ব্যবস্থা করে। এব্যাপারে শামীমা বাদী হয়ে গত ১১ অক্টোবর দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।