মা ইলিশ শিকারের দায়ে ৪ জেলের কারাদণ্ড
বুধবার গভীর রাতে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, বরিশালের মুলাদী উপজেলার টুমচর গ্রামের মোয়াজ্জেম সরদার(৩৫), রিপন হাওলাদার(২৮), পান্নু সরদার(৩২) ও কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার নতুন আন্ডারচর গ্রামের দুদু মিয়া বেপারী(৬০)।
উপজেলার মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার জানান, মা ইলিশ রক্ষার্থে বুধবার সন্ধায় উপজেলা প্রশাসনের একটি টিম অভিযান চালায়। এ সময় আড়িয়াল খাঁ নদীতে ইলিশ শিকারের দায়ে থানা পুলিশের সহযোগীতায় ৪ জেলেকে ৩ হাজার মিটার কারেন্ট জাল ও মা ইলিশসহ আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে কারাদন্ড দেয়া হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। পরে জব্দকৃত ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।