কালিগঞ্জ স্টোর উদ্বোধন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মতবিনিময়
সমন্বিত জেলা কার্যালয় খুলনা দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালনক মোঃ আবুল হোসেন বলেছেন দূর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা ও গণসচেতনতা সৃষ্টির জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ ও সততা স্টোর করা হয়েছে। শিক্ষার্থীদের সৎ যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে। সততা স্টোর ও সততা সংঘ গঠনের মাধ্যমে সততার চচ্চা ও সৎ পথে জীবন গড়ে তোলার জন্য মিথ্যা কুফলতা দুর করতে দূর্নীতি দমন কমিশন দেশ ব্যাপী কাজ করে যাচ্ছে। তিনি বলেন সততা স্টোরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থাকবে। কোন বিক্রেতা থাকবে না, কিন্তু ক্রেতা থাকবে। যে জিনিসের প্রয়োজন সে জিনিসের মূল্য দেখে টাকা বাক্সে রেখে নিজেকেই জিনিস নিতে হবে। সেখানে কেউ দেখার থাকবে না, থাকবে তৃনয়ন ও বিবেক। কেউ মিথ্যার আশ্রয় নিলে বা ফাকি দিলে বিবেক প্রশ্ন করবে তাকে কুরে কুরে খাবে। তিনি আরো বলেন আমাদের ছাত্র জীবন তেকে সৎ নিষ্ঠাবান হয়ে জীবন যাপন করতে হবে। তিনি গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জে পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় সততা স্টোর উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমনের সভাপতিত্বে ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও সহকারী শিক্ষিকা কনিকা সরকারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, থানার ওসি তদন্ত মোঃ রাজিব হোসেন, কালিগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব একে মনসুর আহমদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু ও এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, মোঃ ফজলুর রহমান প্রমুখ। এর আগে সততা স্টোর উদ্বোধন উপলক্ষে কবিতা, নিত্য ও সংঙ্গীত পরিবেশন করেন স্কুলের ছাত্রীরা। শেষে ফিতা কেটে স্কুলের একটি কক্ষে সততা স্টোরের উদ্বোধন করেন দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবুল হোসেন। এদিকে বেলা ১২টায় কালিগঞ্জ সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে সরকারি কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মনসুর আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশন খুলনার উপ-পরিচালনক মোঃ আবুল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, ওসি তদন্ত মোঃ রাজিব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবরে সভাপতি নিয়াজ কওছার তুহিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোস্তফা আক্তারুজ্জমান পল্টু, ও এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, বিষ্ণপুর ইউনিয় দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনজুর লুৎফর রহমান, ভাড়ামিলা ইউনিয়ন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এসএম,আহম্মাদ উল্যাহ বাচ্চু প্রমুখ। মতনিবিময় সভায় প্রধান অতিথি ইউনিয়ন পর্যায়ের দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সম্পদকদের বিভিন্ন উত্তর দেন এবং কমিটির সদস্যদের দূর্নীতি প্রতিরোধে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।