দুর্দান্ত ব্যাটিংয়ে উপেক্ষার জবাব হাফিজের
মাঝে বেশ কিছুদিন দলে উপেক্ষিত ছিলেন মোহাম্মাদ হাফিজ। একসময়ের অপরিহার্য এই অররাউন্ডার হঠাৎ করেই দলে ব্রাত্য হয়ে পড়েন। অথচ গত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার পারফর্ম্যান্স ছিল দেখার মত। এমন ভালো কিছুর পরও সব ধরনের ক্রিকেটেই জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। তবে দুই বছর পর টেস্ট খেলতে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে সেই উপেক্ষার জবাবটা ভালো মতই দিলেন মোহাম্মদ হাফিজ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২৬ রানের ইনিংস খেলেন এই ওপেনার। ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি দিনটা নিজেদের করে নেয় পাকিস্তান। গভীর মনোসংযোগ ও আত্নবিশ্বাসে পুরনো হাফিজকেই পাওয়া গেছে কাল। ১৫টি বাউন্ডারির পাশাপাশি নিয়েছেন প্রয়োজনীয় সিঙ্গেলস ও ডাবলস। রানের ধারা সচল রেখে ইমাম উল হকের সাথে গড়া ২০৫ রানের ওপেনিং পার্টনারশিপে বড় সংগ্রহের ভিত্তি গড়েছেন দলের। দ্বিতীয় ইনিংসেও এই হাফিজকেই পেতে চাইবে পাকিস্তান।
এদিকে তিন বছর পর, টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরির দেখা পেলেন হাফিজ। এর জন্য তিনি খেলেছেন ৫১টি টেস্ট। এই সেঞ্চুরি করার মধ্য দিয়ে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকটার মোশতাক আহমেদ, মোদাসসের নজর ও মিসবাহ-উল-হককে ছাড়িয়ে গেছেন হাফিজ। এর আগে ৫৭, ৭৬ ও ৭৫ টেস্ট খেলে ১০টি করে সেঞ্চুরি করেন মোশতাক, মোদাসসের এবং মিসবাহ।