আশাশুনিতে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ৯
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা পরিকল্পনার অভিযোগে দু’টি অবিস্ফোরিত তাজা বোমাসহ ৯ জনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা জে কে ডি এফ শুক্কলিয়া দাখিল মাদ্রাসা মাঠ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই মনজুরুল হাসান, এসআই নয়ন চৌধুরী, এসআই হাসানুজ্জামান, এসআই নুর মোহাম্মদ, পিএসআই আঃ রাজ্জাক, এএসআই আনিসুর রহমান, এএসআই ফেরদৌস কবির শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গোয়ালডাঙ্গা গ্রামের মৃত মিয়ারাজ গাজীর ছেলে রেজাউল করিম, কুড়িকাহুনিয়া গ্রামের মৃত জোহর আলি সানার ছেলে অহিদুজ্জামান, প্রতাপনগর গ্রামের মৃত সোলায়মান গাজীর ছেলে আঃ মান্নান, ওয়াজেদ আলি সরদারের ছেলে সোহরাব, বেউলা গ্রামের সামছুর সরদারের ছেলে খোকন, খালিয়া গ্রামের মৃত এলাহি বক্স সানার ছেলে আঃ সালাম, মানিকখালী গ্রামের নূর আলি গাজীর ছেলে নজরুল, চালতেতলা গ্রামের মৃত ওয়াজেদ গাজীর ছেলে আমির হোসেন, চাঁদখালী গ্রামের মৃত মিরাজ সরদারের ছেলে আঃ গফফারকে আটক করেন।
এসময় দুটি অবিস্ফোরিত তাজা হাতবোমা উদ্ধার করা হয়। এব্যাপারে নাশকতা মামলা নং ০২(১০)১৮ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।